২৯ জুন ২০২৪, শনিবার



চিনির দাম কেজিতে ১০ টাকা বাড়ালো টিসিবি

ঢাকা বিজনেস ডেস্ক || ১৩ মে, ২০২৩, ০৯:৫৫ পিএম
চিনির দাম কেজিতে ১০ টাকা বাড়ালো টিসিবি


চিনির দাম প্রতি কেজিতে ১০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এতে টিসিবি থেকে প্রতিকেজি চিনি কিনতে গুনতে হবে ৭০ টাকা। শনিবার (১৩ মে) টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসে কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি। রোববার (১৪ মে) থেকে তা কিনতে পারবেন তারা। রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

প্রতিবারের মতো সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে টিসিবি। এবার তাদের কাছ থেকে কেজিপ্রতি চিনি ৭০ টাকা করে কিনতে হবে। আগে যা ছিল ৬০ টাকা। তবে কেজিতে মসুর ডাল ৭০ টাকা এবং লিটারে সয়াবিন তেল ১১০ টাকায় থাকছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং তাদের নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী এ বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে। 

একজন ভোক্তা সর্বোচ্চ ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল এবং ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

ঢাকা বিজনসে/এমএ



আরো পড়ুন