২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



ক্যাম্পাস
প্রিন্ট

জাবিতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

জাবি সংবাদদাতা || ৩০ আগস্ট, ২০২৩, ০৪:৩৮ পিএম
জাবিতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (৩০ আগস্ট) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম এ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় উপাচার্য বলেন, ‘বাসযোগ্য পৃথিবী অক্ষুণ্ণ রাখতে হলে পরিবেশ-প্রকৃতিকে ভালোবাসতে হবে। গাছ পরিবেশ ও প্রকৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। গাছ মানুষের জীবনে নানাভাবে জড়িয়ে আছে।’

তিনি আরও বলেন, ‘গাছ অক্সিজেন সরবরাহ করে প্রাণির জীবন বাঁচায় এবং বৈচিত্র্যময় প্রকৃতির মাঝে ভারসাম্য বজায় রাখে। গাছ আমাদের জীবন বাঁচায়, তাই নানা প্রজাতির বৃক্ষ সংরক্ষণে আমাদের আরও সচেতন হতে হবে। গাছের চারা রোপণের পর তা পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের এস্টেট শাখার ডেপুটি-রেজিস্ট্রার আব্দুর রহমান জানান, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এবার ফলসা, অ্যাভোকাডো, মিয়াজাকি আম, থাই সাদা জাম, পারসিমন, থাই সফেদা, নারকেল, সুপারিসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১ হাজার গাছের চারা রোপণ করা হবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. নূহু আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আবু হাসান, প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ছালেহ আহাম্মদ খান, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর ও আইকিউএসির পরিচালক সৈয়দ হাফিজুর রহমান প্রমুখ।

উজ্জল/এইচ



আরো পড়ুন