বাজারে সিন্ডিকেট নেই এটা বলা যাবে না বলে স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘বাজার সিন্ডিকেট একবারেই নিযন্ত্রণ সম্ভব নয়।’ বুধবার (৩০ আগস্ট) বেলা পৌনে ১২টায় রাজধানীর হোটেন ইন্টারকন্টিনেন্টালে এইএস-বাংলাদেশ ইকোনমিক অ্যান্ড ট্রেড রিলেশনস গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাজারে পণ্যের ঘাটতি তৈরি হলে কিছু ব্যবসায়ী সেই সুযোগ নেয়। ধীরে ধীরে এটা বন্ধ করতে হবে।’
এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বাজার সিন্ডিকেট নিয়ে কী বলেছেন, এটা আমি জানি না। প্রধানমন্ত্রীর সঙ্গে বাজার বা সিন্ডিকেট ইস্যুতে কোনো কথা হয়নি। তবে, বাজার নিয়ন্ত্রণে চেষ্টা চলছে।’
টিপু মুনশি বলেন, ‘ভারতে চিনির দাম কম, কারণ ভারত চিনি উৎপাদন করে। তারা নিজেদের সব প্রয়োজন মিটিয়ে তারপর রপ্তানি করে। আর আমরা ৯৯ শতাংশ চিনি আমদানি করি। তাদের দেশে পণ্যের কম দাম স্বাভাবিক।'
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মাকর্তাসহ বিভিন্ন মিডিয়ায় অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
ঢাকা বিজনেস/মাহি/এনই