আগামী ৭ জানুয়ারি (শনিবার) বিকালে মানিকগঞ্জের জাগীর ইউনিয়ন মাঠে অনুষ্ঠিত হচ্ছে বইবাড়ি সাংস্কৃতিক উৎসব ২০২৩। সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা বীর বিক্রম তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
এসময় বিশেষ অতিথি থাকবেন নজরুল গবেষক ও লেখক মো. জেহাদ উদ্দিন, যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মোস্তাফিজ। উৎসবে স্বাগত বক্তব্য রাখবেন বইবাড়ির পরিচালক রবীন আহসান। আরও বক্তব্য রাখবেন জাগীর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বাহাদুর রহমান বাহার।
‘বইবাড়ি সাংস্কৃতিক উৎসব ২০২৩’-এ সভাপতিত্ব করবেন জাগীর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন জাকির। দিনব্যাপী এ আয়োজনে থাকবে বাউল গান, কবিতা আবৃত্তি, বইমেলা। অনুষ্ঠানে ‘গুনাই বিবি যাত্রাপালা পরিবেশন করবে ‘ধলেশ্বরী একতা সাজঘর, মানিকগঞ্জ’। অনুষ্ঠান উপস্থাপনা করবেন টেলিভিশনের সংবাদ পাঠক শামীম আরা মুন্নী।
আয়োজনে সহযোগিতায় থাকবে স্বেচ্ছাসেবী সংগঠন এক রঙা এক ঘুড়ি। বইবাড়ির আজীবন সদস্যসহ উৎসবে যোগ দেবেন বিশিষ্ট কবি, লেখক, নির্মাতা, শিল্পী ও সুধী জন।
ঢাকা বিজনেস/এম