২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার



কান ফেস্টিভ্যালে ‘প্রথাসিদ্ধ’

বিনোদন ডেস্ক || ২২ আগস্ট, ২০২৩, ০৮:৩৮ এএম
কান ফেস্টিভ্যালে ‘প্রথাসিদ্ধ’


লালমনিরহাটের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ছেলে চলচ্চিত্র নির্মাতা মুসতাক মুজাহিদ। তার নির্মান করা চলচ্চিত্র কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের শীর্ষ তালিকায়। এবারের এডিশনে বাংলাদেশ থেকে একমাত্র চলচ্চিত্র ‘প্রথাসিদ্ধ’ জায়গা করে নিয়েছে।

প্রতিবছর ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত ফেস্টিভ্যালটিতে চলচ্চিত্র জমা দেওয়ার জন্য আবেদন করতে দিতে হয় ৫৯ ডলার। পূরণ করতে হয় নানা তথ্যবহুল শর্ত। মুজাহিদ গ্রামে বসেই রাখেন কান চলচ্চিত্র উৎসবের খবর, জমা দিয়েছেন নিজের নির্মাণ করা চলচ্চিত্র।

তরুণ এই নির্মাতা বলেন, ‘২০২৩-এর মার্চে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রথাসিদ্ধ’ জমা দিয়েছিলাম গত জুনে। এই চলচ্চিত্র আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের একটা বৃহৎ সামাজিক প্রথাকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে। যার সময়সীমা ২৩ মিনিট। এটি একদম আঞ্চলিকভাবে নির্মিত একটি চলচ্চিত্র। যাতে অভিনয় করেছেন রংপুর ও লালমনিরহাটের স্থানীয় অভিনয়শিল্পী। যাদের কেউই পেশাদার নন। ছবিটি নির্মাণে প্রযোজনা করে সহায়তা করেছেন আমার কাছের বড় ভাই আরমান হোসেন আপন।’

সিনেমা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিনেমা নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে নিজের সমাজের, দেশের নিজস্ব খাঁটি গল্পগুলো আমি দর্শককে নিজস্ব ভঙ্গিতে বলতে চাই। স্বাধীনভাবে সেই গল্পগুলো নির্মাণ করতে চাই।’

তিনি আরও বলেন, 'এর আগেও আমার ‘জুয়াড়ি’ ও ‘পালাবার রাস্তা নেই’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেশ ও দেশের বাইরের বেশ কিছু উৎসবে নির্বাচিত ও প্রদর্শিত হয়েছিল। যেমন- ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ, সিলেট ও বগুড়া চলচ্চিত্র উৎসব, সিনেমেকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, একান্নবর্তী চলচ্চিত্র উৎসব ইত্যাদি।'

ঢাকা বিজনেস/এন



আরো পড়ুন