২৬ জুন ২০২৪, বুধবার



হিলিতে ট্রেনে কাটা পড়ে বুকিং সহকারীর মৃত্যু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি || ২০ আগস্ট, ২০২৩, ০৩:০৮ পিএম
হিলিতে ট্রেনে কাটা পড়ে বুকিং সহকারীর মৃত্যু


দিনাজপুরের হিলিতে ট্রেনে কাটা পড়ে রেলওয়ের বুকিং সহকারী নয়ন মিয়ার (৩৩) মৃত্যু হয়েছে। রোববার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। 

নয়ন মিয়া হিলির গোবিন্দপুর গ্রামের তোরাব আলীর ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম। 

তিনি বলেন, ‘আজ দুপুর ১২টার দিকে বুকিং সহকারী নয়ন মিয়া ডিউটি শেষে রেললাইন দিয়ে পাশের স্টেশন ডাঙ্গাপাড়ায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। এসময় তিনি ডাঙ্গাপাড়া রেলস্টেশনের কাছে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’ 

রফিকুল ইসলাম আরও বলেন, ‘এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

বুলু/এইচ



আরো পড়ুন