২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



রাফির নতুন সিনেমার ‌নায়িকা পূজা

বিনোদন ডেস্ক || ২০ আগস্ট, ২০২৩, ০৬:৩৮ এএম
রাফির নতুন সিনেমার ‌নায়িকা পূজা


ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী। শিশু শিল্পী হিসেবে শোবিজে পথচলা শুরু হয় তার। দেখিয়েছেন অভিনয়ের মুন্সিয়ানা। জয় করেছেন দর্শকদের মন। এরপর ‘পোড়ামন ২’ দিয়ে সিনেমায় অভিষেক হয় পূজার। সেই সিনেমা দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে পথচলা শুরু করেন রায়হান রাফিও। সিনেমাটির সাফল্য নতুন করে বলার কিছু নেই।

সেই সাফল্যের প্রেরণাতেই রাফি তার ‘দহন’ সিনেমাতেও বেছে নিয়েছিলেন পূজা চেরীকে। এরপর পরিচালক-নায়িকা জুটিকে আর পর্দায় দেখা যায়নি। রাফি একের পর এক হিট সিনেমা উপহার দিলেও পূজা ছিলেন না সেগুলোতে। 

তবে সেই বিরতি কাটছে। আবারও রায়হান রাফির সিনেমায় দেখা যাবে পূজা চেরীকে। জানা গেছে, লাইভ টেকনোলজির ব্যানারে নতুন সিনেমা শুরু করতে যাচ্ছেন রায়হান রাফি। এর নাম ‘কালা’। এই প্রযোজনা প্রতিষ্ঠানের হয়ে এর আগে রাফি ‘পরাণ’ নির্মাণ করে দারুণ সাফল্য পেয়েছেন। এরপর থেকেই লাইভের সঙ্গে রাফির নতুন কাজের প্রস্তুতি চলছিল। অবশেষে ‘কালা’ হতে যাচ্ছে সেই সিনেমা।

গত ১৮ আগস্ট লাইভ টেকনোলজির সঙ্গে চুক্তি হয়েছে রাফির। একইদিনে লাইভের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পূজা চেরীও। ধারণা করা হচ্ছে সেটি রাফির পরিচালিত ‘কালা’র জন্যই। রোববার (২০ আগস্ট) নায়িকার জন্মদিন। এদিনেই আসবে নতুন সিনেমার ঘোষণা।

তবে এ বিষয়ে পরিচালক, নায়িকা ও প্রযোজনা প্রতিষ্ঠান কেউই এ মুহূর্তে মুখ খুলতে নারাজ। কে হবে সিনেমার নায়ক সে বিষয়টিও আপাতত চমক হিসেবে রাখা হচ্ছে।

ঢাকা বিজনেস/এন/



আরো পড়ুন