২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



টাঙ্গাইলে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

আব্দুল্লাহ আল নোমান, টাঙ্গাইল || ২০ আগস্ট, ২০২৩, ০৬:৩৮ এএম
টাঙ্গাইলে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু


টাঙ্গাইলে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ আগস্ট) রাতে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন-  দেলদুয়ার উপজেলার পাচুরিয়া গ্রামের লাভলী আক্তার (৩৮) এবং দেওলাকান্দি গ্রামের রিজিয়া বেগম (৪০)। এ নিয়ে রোববার (২০ আগস্ট) সকাল পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট ৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৪২ জন। শনাক্তরা জেলা শহরের হাসপাতাল ছাড়াও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, টাঙ্গাইলে মোট ১ হাজার ২৬৭ জন ডেঙ্গু শনাক্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ১৩২ জন। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ১৩৫ জন রোগী।

জেলা শহরের বাইরে উপজেলা পর্যায়ে সবার্ধিক ডেঙ্গু শনাক্ত হয়েছে নাগরপুর উপজেলায়। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ১২ জন, মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ৮ জন, টাঙ্গাইল সদরে ১ জন, নাগরপুরে ৬ জন, সখীপুরে ৩ জন, মধুপুরে ২ জন, গোপালপুরে ৩ জন এবং ধনবাড়ী উপজেলায় ৭ জন।  

সিভিল সার্জন অফিস ও কুমুদিনী হাসপাতাল সূত্র জানায়, মৃত দুই রোগীর মধ্যে রিজিয়া বেগম শনিবার বিকাল ৫টা ১৫ মিনিটে ভর্তি হয়ে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে মারা যান। আর লাভলী আক্তার রাত ১০টা ৪৫ মিনিটে ভর্তি হয়ে রাত ২টা ৩০ মিনিটে মারা যান।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া ডেঙ্গুতে ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মানুষের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন এবং জমানো পানি পরিষ্কার রাখতে হবে। যাতে ডেঙ্গু বিস্তার করতে না পারে। আক্রান্ত রোগীদের জন্য মশারি টাঙিয়ে আলাদা ব্যবস্থার করা হয়েছে।’

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন