বগুড়া শাহ সুলতান কলেজে ২৫ শিক্ষার্থীর সঙ্গে ভর্তি নিয়ে প্রতারণার অভিযোগে ৩ অফিস সহকারীকে আটক করেছে র্যাব ও পুলিশ। শনিবার (১৯ আগস্ট)বিকেলে কলেজ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন আমিনুল ইসলাম, হারুন অর রশিদ ও আব্দুল হান্নান।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন ও শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব হুমায়ুন কবিরের নেতৃত্বে ৪ সদস্যের তদন্ত কমিটির উপস্থিতিতে অভিযুক্তদের আটক করা হয়।
এর আগে শিক্ষামন্ত্রীর নির্দেশে গঠিত তদন্ত কমিটির চার সদস্য কথা বলেন অভিযুক্ত কর্মচারী, কলেজ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সঙ্গে। এসময় তদন্ত কমিটির কমিটির সদস্যরা ভুক্তভোগী শিক্ষার্থীদের লিখিত জবানবন্দি গ্রহণ করেন।
হুমায়ুন কবীর বলেন,‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আগামী ২১ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ঢাকা বিজনেস/এমএ/