২৬ জুন ২০২৪, বুধবার



টাঙ্গাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় পিকআপের ১৫ আরোহী আহত

টাঙ্গাইল সংবাদদাতা || ০৭ জুলাই, ২০২৩, ০৬:০৭ পিএম
টাঙ্গাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় পিকআপের ১৫ আরোহী আহত


টাঙ্গাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় পিকআপের ১৫ জন আরোহী আহত হয়েছেন। শুক্রবার (৭ জুলাই) বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

 আহত যাত্রীরা জানান, তারা সবাই সিরাজগঞ্জ থেকে ঢাকা কর্মস্থলে ফিরছিলেন।

আহত আকলিমা বেগম বলেন, বিকালে সিরাজগঞ্জ থেকে ঢাকায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্য স্বামীর সঙ্গে একটি পিকআপে করে রওনা হই। পিকআপ ভ্যানটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় পৌছালে একই দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের গাড়িটির ওপরে পেছন থেকে তুলে দেয়। এতে পিকআপে থাকা প্রায় ১৫ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। আহতরা সবাই ঢাকার যাত্রী ছিলেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। 

নোমান/এইচ



আরো পড়ুন