জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রোবাবার (২০ আগস্ট) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সমাধিসৌধের বিশেষ গ্রন্থাগারে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে জাতীয় গ্রন্থাগার অধিদপ্তর। এর আগে গ্রন্থাগার অধিদপ্তর আয়োজিত জাতীয় শোক দিবসের রচনা প্রতিযোগিতা গত ১৭ আগস্ট টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের বিশেষ গ্রন্থাগারে অনুষ্ঠিত হয়েছে। এতে ৩টি বিভাগে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।
সমাধিসৌধের বিশেষ গ্রন্থাগারের গ্রন্থাগারিক যোগেন্দ্র নাথ বাড়ৈ বলেন, ‘৩টি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ বিভাগে অনুর্ধ ৭ বছর বয়সী প্রতিযোগী অংশ গ্রহণ করবে। প্রতিযোগিতার বিষয় উন্মুক্ত। ‘খ’ বিভাগে ৮ থেকে ১২ বছর বয়সী শিশুরা ‘শিশুদের সঙ্গে বঙ্গবন্ধু’ বিষয় ভিত্তিক ছবি আকবে। ‘গ’ বিভাগে বিশেষ (প্রতিবন্ধী) প্রতিযোগিরা অংশ নেবে। ‘গ’ বিভাগের প্রতিযোগিতার বিষয় উন্মুক্ত।’
তিনি আরও বলেন, ‘রোববার বেলা ১১টায় এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে প্রয়োজনী প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।’
চিত্রঙ্কন প্রতিযোগিতার নিয়মাবলী উল্লেখ করে যোগেন্দ্র নাথ বাড়ৈ বলেন, ‘চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের আর্ট পেপার গ্রন্থাগার থেকে সরবরাহ করা হবে। তবে প্রতিযোগীকে সরঞ্জামাদি সঙ্গে আনতে হবে। চিত্রাঙ্কনের পেছনের/ বিপরীত পৃষ্ঠায় অংশগ্রহণকারীর নাম, বাবা ও মায়ের নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, বয়স/শ্রেণি, জন্ম নিবন্ধন ও সচল মোবাইল নম্বর অবশ্যই লিখতে হবে।’
ঢাকা বিজনেস/এইচ