২৬ জুন ২০২৪, বুধবার



হিলিতে পুরনো বস্তায় দূর হচ্ছে বেকারত্ব

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ০৫ জানুয়ারী, ২০২৩, ০২:৩১ পিএম
হিলিতে পুরনো বস্তায় দূর হচ্ছে বেকারত্ব


দিনাজপুরের হিলি বন্দরকে ঘিরে গড়ে উঠেছে অর্ধশতাধিক পুরনো চটের বস্তার দোকান। এখানকার পুরনো বস্তা হিলি ছাড়াও যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। পাইকাররা এসে হিলি থেকে কিনে নিয়ে যাচ্ছেন। নতুন বস্তার চেয়ে পুরনো বস্তার দাম কম, তাই চাহিদাও বাড়ছে। এতে শতাধিক বেকারের কর্মসংস্থানও হচ্ছে। সংসারে আসছে সচ্ছলতা।  

হিলি মেসার্স মাসুদ ট্রের্ডাসের মালিক মো. মাসুদ রানা বলেন, ‌‘আমরা ঢাকা ও চট্রগ্রামে থেকে এসব ছেঁড়া-ফাটা বস্তা কিনে নিয়ে আসি। পরে শ্রমিকদের দিয়ে সেলাই করে ব্যবহারের উপযোগী করে রাখি। হিলি বন্দরের ব্যবসায়ীরা ছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা এসে আমাদের কাছ থেকে পাইকারি হিসেবে বস্তাগুলো কিনে নিয়ে যায়।’ 

মায়ের দোয়া ট্রের্ডাসের মালিক আব্দুল মালেক বলেন, ‘হিলিতে পুরনো চটের বস্তার প্রচুর চাহিদা রয়েছে। একটি নুতন ৫০ কেজি পণ্য ধারণক্ষমতা সম্পন্ন বস্তার দাম ৮০ টাকা আর আমাদের মোকামে সামান্য জোড়া তালি দেওয়া বস্তা প্রকারভেদে ২৫ টাকা থেকে ৩০ টাকা বিক্রি হয়। ক্রেতারা আমাদের কাছ থেকে এসব পুরনো বস্তা কিনে ধান, গম, ভুট্রাসহ বিভিন্ন পণ্য বোঝাই করে বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকেন।’

 

হিলি আমদানিকারক মো. রবিউল ইসলাম স্ইুট বলেন, ‘ভারত থেকে আমদানিকৃত পণ্যের বস্তা অনেক সময় ফেটে যায়। তাই বন্দর থেকে পণ্য যেমন, গম, ভুসিসহ গুদামজাত করার পর বস্তা পাল্টিয়ে অন্য বস্তায় করে পাইকারদের কাছে বিক্রি করতে হয়। নতুন বস্তা কিনতে গেলে দাম বেশি পড়ে। তাই পুরনো বস্তায় ভর্তি করে দেওয়া হয়। যাতে পাইকাররা ক্ষতিগ্রস্ত না হন।’ 

দুই ভাই বোন ট্রের্ডাসের মালিক আনরুল ইসলাম ঢাকা বিজনেসকে বলেন, ‘এক সময় পুরনো বস্তার ব্যবসা লাভজনক ছিল। এখন মোকামের সংখ্যা বেড়ে গেছে। একেকজন একেক দামে বস্তা বিক্রি করছেন। বর্তমানে এই ব্যবসা টিকিয়ে রাখা দুস্কর হয়ে পড়েছে। আমরা নগদ টাকায় বস্তা কিনে এনে শ্রমিকদের মজুরি দিয়ে সেলাই করে ব্যবহারের উপযোগী করি। কিন্তু আমদানিকারকরা অনেক সময় বাকিতে বস্তা নিয়ে কথামতো টাকা পরিশোধ করেন না। এতে অনেক মোকাম মালিক ঋণগ্রস্ত হয়ে পড়েছেন।’ 

তবে, হিলিতে পুরনো বস্তার মোকামে কাজ করে শতাধিক যুবকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। 

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন