০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



অর্থনীতি
প্রিন্ট

৬ ও ৭ জানুয়ারি ঢাকায় ‘ক্যাটল এক্সপো’

স্টাফ রিপোর্টার || ০৪ জানুয়ারী, ২০২৩, ১১:০১ পিএম
৬ ও ৭ জানুয়ারি ঢাকায় ‘ক্যাটল এক্সপো’


দেশের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী ‘ঢাকা ক্যাটল এক্সপো-২০২৩’। আগামী ৬ ও ৭ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে এ এক্সপো হবে।

গত ২৪ নভেম্বর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ক্যাটল এক্সপোর লোগো উন্মোচন করেন। এসময় তিনি বলেন, ‌‘দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে বৈচিত্র্যময় ক্যাটল এক্সপো। এই এক্সপো থেকে খামারিরা সমৃদ্ধ হবেন। উন্নত জাতের গরু পালন সম্পর্কে জানতে পারবেন। তারা একে-অপরের সঙ্গে ভ্রূণ এক্সচেঞ্জ করতে পারবেন। এর ফলে দেশে গরু উৎপাদনে নতুন বিপ্লব সৃষ্টি হবে।’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ এক্সপোর প্রস্তাবক ও বাস্তবায়ক বাংলাদেশ ক্যাটল ফারমার্স অ্যাসোসিয়েশন। এক্সপোর মূল উদ্দেশ্য গরু হৃষ্ট-পুষ্টকরণে খামারিদের উৎসাহিত করা ও দেশের মাংসজাত শিল্পের উন্নয়ন ঘটিয়ে উৎপাদন বাড়ানো।

জানা যায়, এক্সপোতে ১৫০টি গরু প্রদর্শনী প্যাভিলিয়ন থাকবে, যাতে ঢাকা বিভাগের ১৫০ জন খামারি অংশগ্রহণ করবেন। এ ছাড়া উন্নত জাতের ৬০০টি গরু, ছাগল, মহিষ, দুম্বা ও ভেড়া প্রদর্শিত হবে। এ ছাড়া থাকবে ৩০টি স্টল। 

ডেইরি সান খামারের মালিক ও মেলা বাস্তবায়ন কমিটির সদস্য মাসুদুল ইসলাম জিসান বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশ মাংসাশী জাতের গরু উৎপাদনে অনেক দূর এগিয়েছে। দেশে অপার সম্ভাবনা থাকার পরও পিছিয়ে আছি। এর কারণ উন্নত জাতের গরুর অভাব।’

ঢাকা বিজনেস/এম 



আরো পড়ুন