সাভারের আশুলিয়ায় সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে আগুন লেগে ৪ জন দগ্ধ হয়েছেন। তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রোববার (১৩ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী।
এর আগে শনিবার (১২ আগস্ট) রাতে আশুলিয়ার শ্রীপুরের নয়ানগর এলাকায় আনোয়ার হোসেনের ভাড়া বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- নজরুল ইসলাম (৪৫), জোবেদা বেগম (৪০), রেজিয়া বেগম (৩০) এবং আলেয়া নূর (৩৫)। তারা তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, ওই বাড়ির ভাড়াটিয়া জোবেদা বেগম রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। এতে তিনিসহ আশপাশের বাকিদের শরীরেও আগুন ধরে যায়। আশপাশের লোকজন দ্রুত ছুটে গিয়ে কয়েকটি ঘর থেকে ৪ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের নেওয়া হয় শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক ও বার্ন ইনস্টিটিউটে।
প্রণব চৌধুরী বলেন, ‘গ্যাস সিলিন্ডারের ক্যাপের লিকেজ থেকেই গ্যাস ছড়িয়ে পড়েছিল। রান্নার সময় আগুনের স্পর্শ পেতেই তা নিমিষেই ছড়িয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটতে পারে। দগ্ধদের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘গত রাতে আশুলিয়ায় একটি টিনশেড বাসায় সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।’
ঢাকা বিজনেস/এইচ