২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



লুটেরাদের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার || ১২ আগস্ট, ২০২৩, ০৫:৩৮ পিএম
লুটেরাদের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর


বুদ্ধিজীবী হত্যাকারী, যুদ্ধাপরাধী, ধর্ষক ও লুটেরাদের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘দেশবাসীকে বিএনপি-জামায়াত চক্র সম্পর্কে সতর্ক থাকতে হবে। তারা দেশ তথা গণতন্ত্র ধ্বংস করতে চায়।’

তিনি বলেন, ‘খুনী, সন্ত্রাসী, জঙ্গি, গ্রেনেড হামলাকারী, দশ ট্রাক আগ্নেয়াস্ত্র চোরাকারবারিদের বিরুদ্ধে সতর্ক থাকুন, যেহেতু বিএনপি দেশকে ধ্বংস করার তৎপরতা চালাচ্ছে।’

বিএনপি গণতন্ত্রের কথা বললেও গণতন্ত্রে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি দেশের গণতন্ত্র ধ্বংস করতে নেমেছে।’

শনিবার (১২ আগস্ট) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্বকালে দেওয়া সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদেশি শক্তি সঙ্গে রয়েছে বিএনপির এ দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে কোনো বিদেশি শক্তি নেই, কেন না লুটেরাদের পাশে কেউ থাকতে পারে না। তারা দাবি করে, তাদের আন্তর্জাতিক শক্তি আছে। আমরা জানতে চাই কোন শক্তি তাদের পাশে আছে? লুটেরাদের সঙ্গে কেউ থাকবে না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভাটি সঞ্চালনা করেন।

ওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও  সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি ও কাজী জাফরউল্লাহ মঞ্চে উপস্থিত ছিলেন।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন