২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



ক্যাম্পাস
প্রিন্ট

নওরীনের মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি || ১২ আগস্ট, ২০২৩, ০৫:৩৮ পিএম
নওরীনের মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন


কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল' অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের মেধাবী শিক্ষার্থী নওরীন নুসরাত স্নিগ্ধা'র রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুর‍ালের সামনে মানববন্ধন হয়। এসময় প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নওরীন নুসরাত এভাবে আত্মহত্যা করতে পারে না। এর পিছনে কোনো রহস্য রয়েছে। যে মেয়েটি আত্মহত্যার বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। তার দ্বারা এ ধরনের কাজ হওয়া সম্ভব নয়। এর পিছনে যে রহস্য রয়েছে, তার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

এসময় বক্তারা আরও বলেন, মাত্র ১৬ দিন আগে বিয়ে হওয়া একটি মেয়ের কি এমন হলো যে, তাকে ঘরে আটকে রাখা হলো। বাবা-মা থেকে বিচ্ছিন্ন করা হলো। এমনকি বাবা-মা জামাইকে ফোন দিয়ে তার বাসায় মেয়ের কাছে যেতে চাইলে ৬টার পর আসতে বলা হলো। এগুলো কোনো না কোনো রহস্যের অংশ। এইসব রহস্যের উন্মোচন করে সুষ্ঠু বিচার দাবি করছি।’ 

এদিকে মানববন্ধনে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয় শাপলা ফোরামের সাধারণ সম্পাদক ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মাহবুবর রহমান, বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আখতার ও বিভাগটির সহকারী অধ্যাপক মেহেদী হাসানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা।

উল্লেখ্য, মঙ্গলবার (৮ আগস্ট) বিকালে সাভারের আশুলিয়ায় পলাশবাড়ী নামাবাজারের একটি ভাড়া বাসার ৬ তলা থেকে পড়ে নওরীনের মৃত্যু হয় বলে জানা গেছে। নওরীন তার স্বামী ইব্রাহীম খলিলের সঙ্গে সেখানে থাকতেন। মাত্র ১৮ দিন আগে তাদের বিয়ে হয়। তবে এ মৃত্যু নিয়ে রহস্য রয়েছে বলে অভিযোগ নওরীনের বাবার। তিনি অভিযোগ করেন তার মেয়েকে হত্যা বা আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে।

নাজমুল/এইচ



আরো পড়ুন