২৭ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার



একদিন বন্ধ থাকার পর হিলিতে আমদানি-রপ্তানি-শুরু

দিনাজপুর প্রতিনিধি || ২৭ আগস্ট, ২০২৪, ০৬:৩৮ এএম
একদিন বন্ধ থাকার পর হিলিতে আমদানি-রপ্তানি-শুরু


জন্মাষ্টামী উপলক্ষে একদিন বন্ধ থাকার পর মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে পুনরায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। বিষয়টি নিশ্চিত করেছেন পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন মল্লিক।

মল্লিক বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টামী উপলক্ষে সরকারি ছুটির কারণে গতকাল সোমবার  হিলিবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। আজ মঙ্গলবার থেকে আবারও যথারীতি আমদানি-রপ্তানি শুরু হয়েছে।’

এদিকে হিলি চেকপোস্ট ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল আলম বলেন, ‘জন্মাষ্টামীর সরকারি ছুটির কারণে হিলি বন্দর দিয়ে আমদানি –রপ্তানি বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারপার স্বাভাবিক ছিল।’

ঢাকা বিজনেস/বুলু/ 



আরো পড়ুন