পেকুয়ায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু


কক্সবাজার করেসপন্ডেন্ট , : 26-07-2023

পেকুয়ায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বারবাকিয়া ইউনিয়নের তলিম্মার খোলা এলাকায় এই ঘটনা ঘটে।  পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য  এই তথ্য নিশ্চিত করেন। 

মৃত জাফল আলমের সহকর্মীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বাগানের কাজ শেষে বাড়ি যাচ্ছিলেন জাফর। পথিমধ্যে হাতির সামনে পড়ে আক্রমণের শিকার হন তিনি। একপর্যায়ে হাতিটি জাফরের বুকে প্রচণ্ডভাবে আঘাত করে।  হাতি চলে যাওয়ার পর অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে। 

পুলিশ পরিদর্শক জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা বিজনেস/আনাম/এনই


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]