০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার



গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু আদিবাসী শিক্ষার্থীদের স্মারকলিপি

নোবিপ্রবি প্রতিনিধি || ২৫ জুলাই, ২০২৩, ০৪:৩৭ এএম
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু আদিবাসী শিক্ষার্থীদের স্মারকলিপি


২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে কোটায় ভর্তির জন্য সাক্ষাৎকারে জটিলতা এড়াতে স্মারকলিপি প্রদান করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (নোবিপ্রবি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা।

সোমবার (২৪ জুলাই) রাতে ই-মেইলের মাধ্যমে গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহবায়ক শাবিপ্রবি উপাচার্য ও জবি উপাচার্য বরাবর স্মারকলিপি প্রেরণ করেন তারা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, ‘গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনকর্তৃক জারিকৃত কোটা সাক্ষাৎকারের নোটিশ থেকে আমরা অবগত হয়েছি, একই দিনে এবং একদিনের ব্যবধানে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর কোটা সাক্ষাৎকারের তারিখ নির্ধারণ করা হয়েছে। যার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু কোটাপ্রার্থী শিক্ষার্থীরা জটিলতার সম্মুখীন হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান দূরত্ব বেশি হওয়ায় যাতায়াতের অসুবিধার কারণে একইদিনে একাধিক বিশ্ববিদ্যালয়ে সাক্ষাৎকার দেওয়া সম্ভব হচ্ছে না।’ 

শিক্ষার্থীরা আরও বলেন, ‘একাধিক বিশ্ববিদ্যালয়ে কোটা সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে না পারায় যোগ্যতা থাকা সত্ত্বেও উল্লেখযোগ্য সংখ্যক মেধাবী শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনিশ্চয়তা দেখা দিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে মেধাবী ও যোগ্য কোটাপ্রার্থীদের বিশ্ববিদ্যালয়ে কোটা সাক্ষাৎকারের বিড়ম্বনা এড়াতে কোটা সাক্ষাৎকারের জটিল অবস্থা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করছি।’

ফাহিম/এইচ



আরো পড়ুন