২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



মারা গেছে চলন্ত ট্রেন থেকে পড়া সেই শিশু

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || ২২ জুলাই, ২০২৩, ১২:৩৭ পিএম
মারা গেছে চলন্ত ট্রেন থেকে পড়া সেই শিশু


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে যাওয়া শিশুটি মারা গেছে। শনিবার (২২ জুলাই)বেলা ১১টায় ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুটি মারা যায়। শিশুটির এখনো পরিচয় সনাক্ত করা যায়নি। 

আখাউড়া রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি জসিম উদ্দিন খন্দকার বলেন, ‘গত বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি বিজয়নগরের মেরাশানি স্টেশনে অতিক্রম করছিল। এসময় চলন্ত ট্রেন থেকে আনুমানিক ১০ বছরের এক ছেলে শিশু পড়ে যায়। স্থানীয়রা শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে গ্রাম্য চিকিৎসকের নিয়ে যায়। পরে সেখান থেকে শিশুটিকে জেলা সদর হাসপাতালে ভর্তিকরা হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা গেছে।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন,‘শিশুটিকে হাসপাতালে ভর্তি করার পর পুলিশকে জানানো হয়। শিশুটির পরিচয় এখনো জানা যায়নি তার নাম-পরিচয় সনাক্তে চেষ্টা চলছে।’ 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন