২৮ জুন ২০২৪, শুক্রবার



টসে হেরে বোলিং করছে বাংলাদেশ

ঢাকা বিজনেস ডেস্ক || ২২ জুন, ২০২৪, ১০:০৬ পিএম
টসে হেরে বোলিং করছে বাংলাদেশ


বিশ্বকাপে সুপার এইটের গুরুত্বপূর্ন ম্যাচে ভারতের বিপক্ষে ফিল্ডিং করছে বাংলাদেশ। ওয়েস্ট িইন্ডিজের এন্টিগায় টসে জিতে আগে ব্যাটিং নেয় ভারত। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভারে তিন উইকেট হারিয়ে ৮৩ রান করেছে ভারত। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান একটি এবং তানজিম সাকিব ২ উইকেট নিয়েছেন। দলীয় ৩৯ রানে আউট হন রোহিত শর্মা। ৭১ রানে পড়ে দ্বিতীয় উইকেট। আউট হন বিরাট কোহলি। ৭৭ রানে পড়ে তৃতীয় উইকেট, আউট হন সুরিয়া কুমার যাদব। কোহলি এবং সুরিয়া নবম ওভারে প্যাভিলিয়নে ফিরেন তানজিম সাকিবের বলে।



আরো পড়ুন