২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



হিলিতে আমন ধান রোপণ শুরু, ব্যস্ত কৃষকেরা

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ১৭ জুলাই, ২০২৩, ১০:৩৭ এএম
হিলিতে আমন ধান রোপণ শুরু, ব্যস্ত কৃষকেরা


দিনাজপুরের হিলিতে আমন ধান রোপণে ব্যস্ত এখন কৃষকেরা। তারা বলছেন, সবারই বীজতলা প্রস্তুত। অনেকে রোপণও শুরু করেছেন। আবার অনেকে জমি প্রস্তুত করছেন।  

উপজেলা কৃষি অফিস বলছে, এবার হাকিমপুর উপজেলায় মোট রোপ আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ১১৫ হেক্টর জমি। সোমবার ( ১৭ জুলাই) পর্যন্ত রোপণ করা হয়েছে ২৮৪ হেক্টর জমিতে।

পশ্চিম খাট্রাউচনা গ্রামের কৃষক আব্দুস সালাম বলেন, ‘আমরা নিজের এক বিঘা জমি আছে। কম জমি। তাই জমি ও বীজতলা নিজেই তৈরি করেছি। শুধু পাওয়ার টিলারদের দিয়ে চাষ করে নিয়েছি। আজ ( ১৭ জুলাই) সকাল থেকে নিজেই রোপণ শুরু করেছি।’ তিনি আরও বলেন, ‘একবিঘা জমিতে একাই রোপন করছি। আশা করছি সন্ধ্যার আগেই রোপণ শেষ করতে পারবো।’

পাইকপাড়া গ্রামের কৃষক মো. রফিকুল ইসলাম বলেন, ‘এবার ৫ নিজের ২ বিঘা ও বর্গা ৩ বিঘা জমিতে আমন আবাদ করছি। ইতোমধ্যে বীজতলাসহ জমি চাষ শেষ করেছি। চুক্তিভিত্তিতে শ্রমিক দিয়ে করিয়ে নিচ্ছি। নিজের ২ বিঘা জমিতে রোপণ শেষ হয়েছে। আজ  থেকে বর্গা নেওয়া জমিতে রোপণ শুরু করেছি। ১০ জন শ্রমিককে চুক্তি দিয়েছি। মনে হচ্ছে তারা একদিনেই ৩ বিঘা জমিতে রোপণ শেষ করবেন।’

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার মোছা. আরজেনা বেগম ঢাকা বিজনেসকে বলেন, ‘চলতি আমন মৌসুমে হাকিমপুর উপজেলার ১ পৌরসভা ও ৩ ইউনিয়নে মোট ৮ হাজার ১১৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।  রোববার (১৬ জুলাই) পর্যন্ত ২৮৪ হেক্টর জমিতে রোপণ শেষ হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আশা করছি, সময়মতো নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ হবে।’

ঢাকা বিজনেস/এনই



আরো পড়ুন