১৪ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার



টাঙ্গাইলের ৬ ইউপিতে ভোট চলছে

টাঙ্গাইল করেসপন্ডেন্ট || ১৭ জুলাই, ২০২৩, ০৩:৩৭ এএম
টাঙ্গাইলের ৬ ইউপিতে ভোট চলছে


টাঙ্গাইলে ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ, একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে৷  

নির্বাচনে ৫৫ কেন্দ্রের মধ্যে ৫৫টিই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিকে নির্বাচনে মোট ৩১ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়াও সংরক্ষিত পদে  ৫৫ জন প্রার্থী এবং সাধারণ সদস্য পদে ১৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে দুটি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে ২ প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছেন।  

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ও পারখী ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সখীপুর উপজেলায় হাতীবান্ধা, হতেয়া রাজাবাড়ী, কালিয়া এবং বড়চওনা ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। মোট  ১ লাখ ৯ হাজার ১২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৪ হাজার ৩৯০ জন এবং মহিলা ভোটার রয়েছেন ৫৪ হাজার ৭৩৮ জন।

সূত্র আরও জানায়, নির্বাচনে ৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। মোট ৭১৪ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। কেন্দ্র অনুসারে প্রতিটি কেন্দ্রে ৬/৭ কিংবা ৮ জন পুলিশ সদস্য এবং ৭ জন কিংবা ৮ জন করে আনসার সদস্য দায়িত্বরত রয়েছেন। প্রতি ৩টি কেন্দ্রের জন্য ১টি করে মোবাইল টিম কাজ করছে। প্রতিটি ইউনিয়নে একজন করে স্ট্রাইকিং ফোর্স রয়েছে। এ ছাড়াও র‌্যাবের টিমও মাঠে কাজ করছে।

এ ব্যাপারে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‌‘জাতীয় নির্বাচনের আগে এসব ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো অবাধ এবং সুষ্ঠু করতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন। বিগত নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন আরও ভালো হবে।’ 

এ ব্যাপারে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান বলেন,  ‘প্রতিটি কেন্দ্রই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। ভোটাররা যাতে কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং ভোট দিয়ে বাড়িতে যেতে পারেন এমন প্রদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচনে কোনো অনিয়ম করার সুযোগ নেই। অন্য যেকোনো নির্বাচনের চেয়ে এবার বেশি সংখ্যক আইনশৃঙ্খলাবাহিনী  দায়িত্ব পালন করছেন।’

নোমান/এম



আরো পড়ুন