মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১ জানুয়ারি) সকালে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) তিনি এই মেলার উদ্বোধন করেন।
বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথভাবে ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
পূর্বাচলে দ্বিতীয় বারের মতো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে, বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর যৌথ উদ্যোগে ১৯৯৫ সাল থেকে বাণিজ্য মেলার আসর বসেছে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে। ২০২২ সাল থেকে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মেলা বসছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে মেলা ও এর আশপাশের নিরাপত্তায় বিপুল পরিমাণ পুলিশ, র্যাবসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত ছিলেন।
ঢাকা বিজনেস/এনই/