২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



টাঙ্গাইলে ভাঙন রোধ দাবিতে সড়ক অবরোধ

টাঙ্গাইল সংবাদদাতা || ০৬ জুলাই, ২০২৩, ০৮:৩৭ এএম
টাঙ্গাইলে ভাঙন রোধ দাবিতে সড়ক অবরোধ


টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

 বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে ঘণ্টাব্যাপী ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের চিতুলিয়া পাড়া এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে কয়েকশ মানুষ অংশগ্রহণ করেন। অবরোধের কারণে উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। 

এলাকাবাসী জানান, উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হসেন উপস্থিত হয়ে তাৎক্ষণিক ভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ ফেলার ঘোষণা দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন বলেন, ‌‘ভাঙন ঠেকাতে যে এলাকায় জিও ব্যাগ ফেলার দাবিতে লোকজন আন্দোলন করছিলেন, সে এলাকায় জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে। যারা ঘরবাড়ি হারিয়েছেন, তাদের তালিকা করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। ঘর করে দেওয়া হবে। এ ছাড়াও, আংশিক ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।’

নোমান/এইচ



আরো পড়ুন