২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



লিভারপুল থেকে সৌদির ক্লাবে ফিরমিনো

ক্রীড়া ডেস্ক || ০৫ জুলাই, ২০২৩, ০২:৩৭ পিএম
লিভারপুল থেকে সৌদির ক্লাবে ফিরমিনো


লিভারপুর থেকে সৌদি আরবের ক্লাব আল আহলিতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো। মঙ্গলবার (৪ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও শেয়ার করার মাধ্যমে ফিরমিনোকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করে আল আহলি। ৩১ বছর বয়সী এই তারকা ৩ বছরের জন্য সৌদি প্রো লিগের ক্লাবটিতে যোগ দিয়েছেন।

লিভারপুলে ৮ বছর খেলেছেন ফিরমিনো। এই সময়ে ৩৬১ ম্যাচ খেলে গোল করেছেন ১১০টি। এছাড়া লিভারপুলের হয়ে ৭টি শিরোপা জিতেন তিনি। তার মধ্যে ২০১৯ সালে জিতেন মর্যাদাকর উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা। আর ২০২০ সালে প্রথমবার জিতেন প্রিমিয়ার লিগের শিরোপা।

২০২২-২৩ মৌসুমে অলরেডদের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। যার ফলে বিনা দল বদল ফিতে জেদ্দাভিত্তিক ক্লাবটিতে যোগ দিলেন তিনি।

আল আহলি সৌদির ফার্স্ট ডিভিশন লিগে চ্যাম্পিয়ন হয়ে ২০২৩-২৪ মৌসুমে সৌদি প্রো লিগের খেলার যোগ্যতা অর্জন করেছে। সে কারণে তারা বড় বড় তারকাকে এনে নিয়ে শক্তিশালী দল গঠন করছে। ফিরমিনোর আগে তারা চেলসির গোলরক্ষক এডুয়ার্ডো মেন্ডিকে দলে ভেড়ায়।

ঢাকা বিজনে/এমএ



আরো পড়ুন