২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



‘ঢাকাকে ছিনতাইকারীমুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে’

স্টাফ রিপোর্টার || ০৪ জুলাই, ২০২৩, ০৮:৩৭ এএম
‘ঢাকাকে ছিনতাইকারীমুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে’


ঢাকাকে ছিনতাইকারীমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, ‘ঢাকাকে ছিনতাইকারীমুক্ত না করা পর্যন্ত পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে।’

মঙ্গলবার (৪ জুলাই) রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিনতাইকারীর হামলায় আহত ইনডিপেনডেন্ট টেলিভিশনের সহকারী প্রযোজক রাকিবুল ইসলামকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

 ডিএমপি কমিশনার বলেন, ‘ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সহকারী প্রযোজকের কাছ থেকে মালামাল ছিনতাই করার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৭২ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ১৮০ ছিনতাইকারীকে।’

 তিনি আরও বলেন, ঈদের বন্ধে রাজধানীতে বিচ্ছিন্নভাবে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আমরা ঈদের আগেই অনেক ছিনতাইকারীকে গ্রেপ্তার করছিলাম কিন্তু এরপরও দুঃখজনকভাবে বিষয়গুলো ঘটেছে। ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে। আর রাজধানীকে ছিনতাইকারীমুক্ত না করা পর্যন্ত এ অভিযান চলবে।’

খন্দকার গোলাম ফারুক বলেন, ‘রাকিবুলকে কুপিয়ে আহত করার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ছুরি, মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আরেক আসামি নজরদারিতে আছে, তাকেও যে কোনো সময় গ্রেপ্তার করা হবে।’

 ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন