ব্রাজিলের সাও পাওলো রাজ্যে বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও ৪২ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৫ জুলাই) দেশটির সাও পাওলো রাজ্যে এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার যাত্রীবাহী বাসটি রাজ্যের একটি সেতুর পিলারে ধাক্কা দেয়। এতেই ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রাজ্যের রাজধানী সাও পাওলো থেকে প্রায় ১৭০ কিলোমিটার পশ্চিমে ইতাপেটিনিঙ্গা শহরের কাছে স্থানীয় সময় মধ্যরাতের ঠিক পরে এই দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি ইতাপেভা থেকে অ্যাপারেসিদা যাচ্ছিল।
আহতদের ইতাপেটিনিঙ্গা এবং পার্শ্ববর্তী শহর সোরোকাবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।