ওয়ার্ল্ড ডিপ্লোম্যাসি ফোরাম এওয়ার্ড ২০২৩ পেলেন বরিশাল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এবং জনপ্রিয় লেখক মনদীপ ঘরাই।সামাজিক ও মানবিক কাজে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মাননা পান। সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে আন্তর্জাতিক কূটনৈতিক সংস্থার সহযোগিতায় ওয়ার্ল্ড ডিপ্লোম্যাসি ফোরামের কনফারেন্স অনুষ্ঠিত হয়।
থাইল্যান্ডের ব্যাংককে ৩ দিনব্যাপী ওয়ার্ল্ড ডিপ্লোম্যাসি ফোরামের এই সম্মেলনে তিনি এ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন। ব্যাংককের হোটেল এম্বাসেডরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ডিপ্লোম্যাসি ফোরামের সম্মেলনে ৬২টি দেশের যুব প্রতিনিধি ও কূটনীতিকগণ অংশগ্রহণ করেন। এই সময় থাইল্যান্ডের মাননীয় সংসদ সদস্য ডা.থারোনসুপানেক ও আসাগান একজাকাই ওয়ার্ল্ড ডিপ্লোম্যাসি ফোরামের কোওর্ডিনেটর পুরস্কার তুলে দেন।
উন্মুক্ত পাঠাগার (একুশ) ও কবিতার দেয়াল (কাব্যমায়া) গড়ে তুলে তরুন প্রজন্মকে সৃজনশীল ও ইতিবাচক কাজে সম্পৃক্ত করার জন্য এই সোশ্যাল লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি। এর আগে, ২০২১ সালে গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট এর লিডারশিপ অ্যাওয়ার্ড, ২০২২ সালে শুদ্ধাচার পুরস্কারসহ অন্যান্য পুরস্কারেও ভুষিত হন মনদীপ ঘরাই।
এই অর্জনের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মনদীপ ঘরাই বলেন, 'যেকোনো অর্জন আনন্দের। তবে এতে সামনের দিনগুলোর জন্য দায়িত্বও বেড়ে যায়। চেষ্টা করবো অর্জনের আনন্দকে আরও শুভ উদ্যোগে রূপান্তরিত করার। শরীয়তপুর সদরে ইউএনও হিসেবে দায়িত্ব পালন করবার সময় এ উদ্যোগ দুটো নিয়েছিলাম। তাই এই পুরস্কার শরীয়তপুরের মানুষকে উৎসর্গ করলাম'।
ঢাকা বিজনেস/শান্ত/এন/