১৮ মে ২০২৪, শনিবার



সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস দেবে সরকার

ঢাকা বিজনেস ডেস্ক || ২৪ মার্চ, ২০২৩, ১০:০৩ এএম
সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস দেবে সরকার


রোজার মাসে রাজধানীতে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম শুরু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ১ রমজান (শুক্রবার) থেকে ২৮ রমজান পর্যন্ত এই কার্যক্রম চলবে। 

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেটে প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে এ কার্যক্রম উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। এ সময় তিনি বলেন, ‘পবিত্র রমজানে সাধারণ মানুষ যেন সাধ্যের মধ্যে দুধ, ডিম ও মাংস কিনতে পারে, সেজন্য সরকার ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম চালু করছে। এরআগে করোনার সময় ভ্রাম্যমাণ বিক্রয় ব্যবস্থা চালু করে খামারি ও ভোক্তাদের উপকার করেছে সরকার। এরমধ্য দিয়ে অর্থনীতি সচল রেখেছে। যারা বিপণের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত, তাদের সহায়তা করেছে। এরই ধারাবাহিকতায় রমজানে ভ্রাম্যমাণ বিক্রয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় উৎপাদন প্রক্রিয়ায় সহায়তাকারী। দাপ্তরিক ম্যান্ডেট না হলেও আমরা মানুষের উপকারার্থে এই কার্যক্রম হাতে নিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ঢাকার ২০টি স্থানে ভ্রাম্যমাণ বিক্রয় ব্যবস্থা চালু করা হয়েছে।’ তিনি বলেন, ‘এ বছর প্রাথমিকভাবে গরুর মাংস প্রতি কেজি ৬৪০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৯৪০ টাকা, ড্রেসড ব্রয়লার প্রতি কেজি ৩৪০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রতিটি ১০ টাকা মূল্যে বিক্রি করা হবে। তবে আমরা যে দাম ধার্য করেছি, এটা নির্ধারিত নয়।’

শ ম রেজাউল করিম বলেন, ‘প্রাথমিকভাবে উৎপাদকদের সঙ্গে আলোচনা করে ডিমের দাম নির্ধারণে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, রমজান মাসে পর্যায়ক্রমে আশা করি এটা আরও কমে আসবে।’ তিনি বলেন, ‘আশা করছি, মাংসের দাম আরও কমে আসবে। অন্যান্য সামগ্রীর দামও পর্যায়ক্রমে কমে আসবে। প্রতিদিনের অবস্থান অনুযায়ী এটি পরিবর্তিত হবে। তবে কোনোভাবেই প্রাথমিকভাবে নির্ধারিত মূল্যের ওপরে যাবে না। আমরা চেষ্টা করবো এ মূল্যের নিচে রেখে কিভাবে মানুষকে সাহায্য করা যায়।’

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব ড. নাহিদ রশীদ,  অতিরিক্ত সচিব এ টি এম মোস্তফা কামাল, বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইমরান হোসেন, ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স, বাংলাদেশের সাধারণ সম্পাদক মাহবুব হাসান প্রমুখ। সূত্র: বাসস

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন