২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



আর্টিস্ট ক্যাটালগ
প্রিন্ট

কথাবন্ধু লগ্নের গল্প

ঢাকা বিজনেস ডেস্ক || ২৪ জুন, ২০২৩, ০৩:৩৬ এএম
কথাবন্ধু লগ্নের গল্প


ছোটবেলা থেকেই সখ্যতা শব্দের সঙ্গে। বই পড়ে, মায়ের কাছে গল্প শুনেই শৈশব কেটেছে। মাধ্যমিকের গণ্ডি পেরোনোর আগেই শুরু করেছেন পত্রিকার পৃষ্ঠায় লেখালেখি। দক্ষ ছিলেন বিতর্ক ও আবৃত্তিতে। মাইক্রোফোন পেলেই হাতে নিয়েছেন, একক বক্তৃতায় জিতেছেন একাধিক পুরষ্কার। শৈশব ও কৈশোরের সেই মাইক্রোফোনপ্রেমী ছেলেটায় আজকের আরজে লগ্ন।

লগ্ন কাজ করছেন দেশের অন্যতম জনপ্রিয় রেডিও স্টেশন 'রেডিও ধ্বনি'তে। আটপ্রহরের বিশেষ লগ্নে লগ্নতে বূদ থাকেন শ্রোতারা। 'ক্যাফেইনেটেড উইথ লগ্ন', 'অজানা মলাট', 'বোহিমিয়ানদের গল্প' শো গুলোর মাধ্যমে স্থান করে নিয়েছেন শোতাদের মনে। শ্রোতাদের অনেকেই ভালোবেসে ডাকেন 'মধ্যরাতের কথাবন্ধু' বলে।


লগ্নর জন্ম ও বেড়ে ওঠা কুড়িগ্রামে। উচ্চ মাধ্যমিক পড়েছেন দিনাজপুরে। সব পর্যায়ের মেধার সাক্ষর রেখেই এসেছেন এ অব্দি। মাইক্রোফোনপ্রেমী এ কথাবন্ধুর আরও পরিচয় আছে। বই পড়ার আগ্রহের জায়গা থেকেই ভর্তি হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে। ক্যাম্পাস সাংবাদিকতা, আবৃত্তি, লেখালেখির প্রতি চরম আসক্তি লগ্নের।

বিশ্ববিদ্যালয়ে উৎসুক তরুণদের নিয়ে গড়ে তুলেছেন শুদ্ধ বাংলা চর্চার সংগঠন 'গহীন'। ক্যাম্পাসের বাইরে কাজ করছেন, 'ফোকাস মিডিয়া একাডেমি' নামের বাচিক শিল্পভিত্তিক প্রতিষ্ঠানেও। সক্রিয় আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ, ডিবেটিং সোসাইটির মতো সংগঠনগুলোয়। সুযোগ পেলেই অনুজ-অগ্রজদের নিয়ে বসে পড়েন কবিতা চর্চায়।

বন্ধুমহলেও লগ্ন হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত। অবসরে বই পড়েন, কবিতে লেখেন, আর গান শোনেন। সময় পেলেই ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েন ছবি তুলতে। স্ট্রিট ফটোগ্রাফিতে প্রচণ্ড আগ্রহ লগ্নর। বৈচিত্র্যময় এ জীবন সম্পর্কে জানতে চাইলে বলেন, 'আমার শ্রোতাদের জন্য ইথারে শব্দ ছুড়ে দেই, ভালোবাসার ফেরি করি। সবার সঙ্গে এক হয়ে বাঁচতে চাই। এক ভালোবাসা দিয়েই সুন্দরের চর্চা সম্ভব।'

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন