দিনাজপুরের সীমান্তবর্তী হিলি রেলস্টেশনে নেই যাত্রী ছাউনি। নেই যাত্রীদের প্রয়োজনীয় বসার জন্য বেঞ্চ, টয়লেটের অবস্থাও নাজুক। ফলে স্টেশনে আগত যাত্রীদের কনকনে শীতে খোলা আকাশের নিচে থেকে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়। বেঞ্চ না থাকায় দাঁড়িয়ে থাকতে হয়। ট্রেনে চাহিদার তুলনায় আসন সংখ্যা কম। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
সরেজমিনে হিলি রেলস্টেশনে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলে এমন দুর্ভোগের বর্ণনা পাওয়া যায়।
সকাল ৮টায় রাজশাহীগামী বরেন্দ্র ট্রেন ধরতে আসা আব্দুল কাদের বলেন, ‘ট্রেনের সময় সাড়ে ৮টায়। তাই ৮টার দিকে স্টেশনে এসেছি। কিন্তু যাত্রী ছাউনি না থাকায় এই কনকনে শীতে খোলা আকাশের নিচে ছোট ছেলে-মেয়েদের নিয়ে অপেক্ষা করতে হচ্ছে।’
অপরযাত্রী মো. আবু সুফিয়ান বলেন, ‘যাত্রীদের বসার জন্য প্রয়োজনীয় সংখ্যক বেঞ্চ নেই। তাই ব্যাগ নিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। ট্রেন কখন আসবে বলতে পারছি না। টিকিট কেটেছি। কিন্তু সিট পাইনি। এখন ট্রেনেও দাঁড়িয়ে থেকে গন্তব্যে যেতে হবে।’
সকাল ১০টায় রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর ট্রেন ধরতে আসা নারী যাত্রী রুমি আক্তার বলেন, ‘এই রেলস্টেশনে নেই যাত্রীছাউনি, বসার জায়গা, ভালো টয়লেটের ব্যবস্থা। বেশি সমস্যায় পড়তে হয় নারী যাত্রীদের। প্রকৃতির ডাকে সাড়া দিতে পার্শ্ববর্তী বাড়িতে যেতে হয়।’
হিলি রেলওয়ে স্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী ঢাকা বিজনেসকে বলেন, ‘ইতোমধ্যে হিলি রেলস্টেশনের কিছু সংস্কার কাজ শুরু হয়েছে। আর যাত্রীছাউনির ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।’
ঢাকা বিজনেস/এম