২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



নুরেমবার্গের সেই আইনজীবী আর নেই

ঢাকা বিজনেস ডেস্ক || ০৯ এপ্রিল, ২০২৩, ০৬:৩৪ এএম
নুরেমবার্গের সেই  আইনজীবী  আর নেই


দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রায়ালে অংশ নেওয়া শেষ জীবিত প্রসিকিউটর বেন ফেরেনজ আর নেই। শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইউএস হলোকাস্ট মিউজিয়াম। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রায়ালের সময় বেন ফেরেনজেরচ বয়স মাত্র ২৭ বছর। ওই বয়সে তিনি যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ২২ নাৎসি অফিসারকে দোষী প্রমাণিত করেন।   এরপর তিনি যুদ্ধাপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক আদালত গঠনের দাবি জানান। তার দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে অবশেষে  ২০০২ সালে আন্তর্জাতিক আদালত গঠন করা হয়। 

প্রসঙ্গত, বেন ফেরেনজের জন্ম ১৯২০ সালে। রোমানিয়া অংশের ট্রান্সিলভানিয়ায়। তার জন্মের পর পরিবার অ্যান্টি-সেমেটিক আক্রমণ বাঁচার উদ্দেশ্যে নিউইয়র্কে চলে যায়। ১৯৪৩ সালে হার্ভার্ড ল স্কুল থেকে স্নাতক শেষ করে মার্কিন সেনাবাহিনীতে বেন যোগ দেন। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেন।  সেনাবাহিনীতে তিনি সার্জেন্ট পদে উন্নীত হন। পরে নাৎসি যুদ্ধাপরাধের তদন্ত ও প্রমাণ সংগ্রহের জন্য গঠিত দলে তিনি যোগ দেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বেন নিউইয়র্কে ফিরে আইন পেশায়  যোগ দেন।  কিছুদিন পরই নুরেমবার্গ ট্রায়ালে নাৎসিদের বিচার কাজে সাহায্য করার জন্য তাকে নিয়োগ দেওয়া হয়। ওই সময় তিনি ২২ জনকে দোষী সাব্যস্ত করেন। ১৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরমধ্যে মাত্র ৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন