২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



ক্যাম্পাস
প্রিন্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

জাবি সংবাদদাতা || ১৮ জুন, ২০২৩, ০৪:৩৬ এএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ। রোববার (১৮ জুন) সকাল ৯টায় ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) মাধ্যমে শুরু হয় এই ভর্তিযুদ্ধ।

এরপর পর্যায়ক্রমে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ অধিভুক্ত ‘সি-১’ ইউনিট, কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেল ৫টা ৪০ মিনিটে ষষ্ঠ শিফটে ‘সি’ ইউনিটের মধ্য দিয়ে প্রথম দিনের ভর্তি পরীক্ষা শেষ হবে।

ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার (১৯ জুন) সকাল ৯টা থেকে প্রথম ৪ শিফটে সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন শেষ দুই শিফটে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষা হবে। ‘বি’ ইউনিটের আসন সংখ্যা ৩৮৬টি। আবেদনকারীর সংখ্যা ৪১ হাজার ৪৬৯ জন। ‘ই’ ইউনিটের আসন সংখ্যা ২০০টি। আবেদনকারীর সংখ্যা ১৮ হাজার ৯৭ জন।

মঙ্গলবার (২০ জুন) সকাল ৯টা থেকে মোট ৬ শিফটে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের আসন সংখ্যা ৩৮৬টি। আবেদনকারীর সংখ্যা ৬১ হাজার ৮৬৪ জন।

বুধবার (২১ জুন) ও বৃহস্পতিবার (২২ জুন) দুই দিনে জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘ডি’ ইউনিটের আসন সংখ্যা ৩১০টি। আবেদনকারীর সংখ্যা ৭৬ হাজার ৬৪ জন।

এ বছর ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে লড়াই করবে ২ লাখ ৪৯ হাজার ৮৫৭ শিক্ষার্থী এবং প্রতি আসনের বিপরীতে লড়বে ১৩৬ জন।

ঢাকা বিজনেস/ইউ/এম



আরো পড়ুন