সুনামগঞ্জের আলাদা দুই জায়গায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে জেলার ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় এই ঘটনা ঘটে। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করেন।
বজ্রপাতে মৃতরা হলেন জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এরুয়াখাই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. ইসমাইল হোসেন (৪২) ও ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের কাড়ইলগাঁও গ্রামের ওয়াহাব আলীর ছেলে আমির আলী (৪৫) নামে এক কৃষক।
এলাকাবাসীরা জানান, ছাতক উপজেলার কাড়ইলগাঁও গ্রামের পাশের হাওরে মাছ শিকার করতে যান আমির আলী (৪৫)। এ সময় বজ্রপাতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছাতক থানার ওসি খান মো. মাঈনুল জাকির জানান,খবর পেয়েছি, সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
এদিকে একই সময় দোয়ারাবাজারে উপজেলার ইসমাইল হোসেন সকাল ৮ টার দিকে ঠেলাজাল দিয়ে মাছ ধরার জন্য এরুয়াখাই গ্রামের কচুবিলে যায়। মাছ ধরা অবস্থায় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা বিজনেস/এমএ/