০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার



কক্সবাজার সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

কক্সবাজার করেসপন্ডেন্ট || ১৪ জুন, ২০২৩, ০১:৩৬ পিএম
কক্সবাজার সমুদ্র সৈকত থেকে  অজ্ঞাত  লাশ উদ্ধার


কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জুন) সকালে উপজেলার সাবরাং মুণ্ডার ডেইল  সমুদ্র সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয়। 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,‘বুধবার সকালে সাগরে মরদেহ ভেসে আসার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করি। অজ্ঞাত লাশটির সুরতহাল শেষে সিআইডিকে হস্তান্তর করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন