২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



চুয়াডাঙ্গার সীমান্ত থেকে ১৬টি স্বর্ণেরবার উদ্ধার

ঢাকা বিজনেস ডেস্ক || ০৮ জুন, ২০২৩, ০৩:৩৬ পিএম
চুয়াডাঙ্গার  সীমান্ত থেকে  ১৬টি স্বর্ণেরবার উদ্ধার


চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে ১৬ টি স্বর্ণেরবারসহ সেলিম হোসেন (৩০) নামের এক জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৮ জুন) সকালে জীবননগর পাতিলা ঈদগা মাঠ এলাকা থেকে স্বর্ণেরবারসহ তাকে আটক করা হয়।

আটকৃত সেলিম হোসেন ঝিনাইদহ জেলার মেহেশপুর থানার বাঘাডাঙ্গা গ্রামের জাফর আলীর ছেলে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান। 

সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল পাতিলা ঈদগা মাঠ  রাস্তার পাশে অবস্থান নেয়। সকাল সাড়ে ৬ টার দিকে দুইজন ব্যক্তি মোটরসাইকেলে ঈদগার রাস্তা হয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। টহল তাদের  ধাওয়া করলে মোটর সাইকেলের পিছনে বসা সেলিম হোসেন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।  এসময় সেলিমের কোমরে স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় ১ কেজি ৮৬৫.৫৭ গ্রাম স্বর্ণের ১৬টি বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৫৯ লক্ষ ৯৮ হাজার ৯৫৮ টাকা।’

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন