২৯ সেপ্টেম্বর ২০২৪, রবিবার



টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট

টাঙ্গাইল প্রতিনিধি || ০৭ জুন, ২০২৩, ০৪:৩৬ এএম
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট


ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে ১৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (৭ জুন) ভোর রাত থেকে সেতুর পূর্ব দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। 

জোকারচর এলাকায় সিরাজগঞ্জগামী বাস চালক হাসেম মিয়া বলেন, ‘এলেঙ্গা থেকে জোকারচর পর্যন্ত ১০ মিনিটের সড়ক আসতে প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে। শুনেছি দুর্ঘটনা হয়েছে। তাই সামনের গাড়ি টানে না। বসে থাকতেও ভালো লাগছে না।’

এ ব্যাপারে বঙ্গসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে মহাসড়কের সল্লা এলাকায় কাচামালবাহী একটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়। সেই ট্রাকের মালামাল আনলোড করতে সময় লেগে যায়। এ সময় সড়কের এক পাশ বন্ধ ছিল। এ থেকে যানবাহনের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হয়। এছাড়া চালকরা বেপরোয়া গাড়ি চালানোর কারণে যানজটের সৃষ্টি হয়। আমরা সড়কে দায়িত্ব পালন করছি, দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে।’

নোমান/এইচ



আরো পড়ুন