২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



হাইতিতে বন্যা-ভূমিধস, মৃত্যু ৪২

আন্তর্জাতিক ডেস্ক || ০৬ জুন, ২০২৩, ০৬:৩৬ এএম
হাইতিতে বন্যা-ভূমিধস, মৃত্যু ৪২


হাইতিতে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন। সোমবার (৫ জুন) দেশটির নাগরিক সুরক্ষা কর্মকর্তাদের বরাতে প্রকাশিত ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’র একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়। 

খবরে বলা হয়েছে, দেশটির ১০ বিভাগের মধ্যে সাতটি এ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়েছে। এদিকে সংঘবদ্ধ সহিংসতা, রাজনৈতিক অচলাবস্থা এবং অর্থনৈতিক স্থবিরতার কারণে হাইতি ইতোমধ্যে দীর্ঘায়িত মানবিক সংকটের মুখে পড়েছে।

জাতিসংঘ জানায়, দেশটিতে প্রবল বর্ষণে ৩৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত এবং ১৩ হাজার ৪০০ জন গৃহহীন হয়েছেন। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজধানী পোর্ট-অ-প্রিন্সের প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থিত লিওগান শহরের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাইতির কর্মকর্তারা জানান, সেখানে কমপক্ষে ২০ জন প্রাণ হারিয়েছেন।

লিওগানের মেয়র আর্নসন হেনরি বলেন, ‘দুর্যোগের কবলে পড়ে ‘বাসিন্দারা দিশেহারা হয়ে পড়েছে। তারা সবকিছু হারিয়েছে। বন্যার পানি তাদের ক্ষেতের ফসল বিনষ্ট করেছে এবং তাদের গবাদিপশু ভেসে গেছে।’

তিনি আরও বলেন, ‘শহরের হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে লোকজনের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের প্রয়োজন। বন্যার কারণে সারাদেশের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে শত শত ঘরবাড়ি ধ্বংস এবং বেশ কয়েকটি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।’

প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি জরুরি পদক্ষেপ হিসেবে জাতীয় জরুরি অভিযান কেন্দ্রকে সক্রিয় করেছেন।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন