পশ্চিম আফ্রিকান দেশ গিনিতে একটি কাঠের নৌকা উল্টে ৭ স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৫ জুন) গিনির উত্তর-পূর্বাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। সংবাদমাধ্যম মালয় মেইলের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
দেশটির শিক্ষামন্ত্রী গুইলামহাইং সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
খবরে বলা হয়েছে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলে স্কুলে পরীক্ষায় অংশ নেওয়ার উদ্দেশে নাইজার নদী পাড়ি দিতে গিয়ে নৌকা উল্টে উচ্চ মাধ্যমিক স্কুলের এই ৭ ছাত্রী প্রাণ হারান।
শিক্ষামন্ত্রী গুইলামহাইং বলেন, ‘৭ শিক্ষার্থীর মৃত্যুর খবরে আমরা স্তম্ভিত।’
নিরাপত্তা কর্মকর্তা মামাদি কেইতা জানান, মৃতদের মধ্যে তার সৎ বোনও রয়েছে। তারা তাদের ৭ম বর্ষের এন্ট্রি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নাইজার নদী পাড়ি দিচ্ছিলেন। কিন্তু অতিরিক্ত মালামাল ও যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে যায়।
ঢাকা বিজনেস/এইচ