ময়মনসিংহ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও ময়মনসিংহ সিটি করপোরেশনের সহযোগিতায় ‘মেয়র কাপ’ ফুটবল লিগের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে লিগটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র টিটু বলেন, ‘প্রধানমন্ত্রী খেলাধুলার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। তিনি উপজেলা পর্যায়েও স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন। প্রাথমিক পর্যায় থেকে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে খেলোয়াড় তৈরির পথকে প্রসারিত করেছেন।’
মেয়র আরও বলেন, ‘ময়মনসিংহের নারী ও পুরুষ খেলোয়াড়গণ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনামের সঙ্গে খেলছে। ময়মনসিংহের ক্রীড়া ক্ষেত্রের বিকাশে ময়মনসিংহ সিটি কর্পোরেশন অতীতে যেমন থেকেছে আগামীতেও থাকবে।’
ময়মনসিংহ বিভাগের ১২ টি দল এ ফুটবল লিগে অংশগ্রহণ করেছে। লিগটির উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম।
ঢাকা বিজনে/এমএ