গাজীপুর সিটি নির্বাচনে ভোট অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন মেয়রপদে বিজয়ী জায়েদা খাতুন। তিনি বলেন, 'নগরবাসী আমাকে বিমুখ করেননি। আমি এই বিজয় প্রধানমন্ত্রী ও গাজীপুর নগরবাসীর প্রতি উৎসর্গ করলাম।' শুক্রবার (২৬ মে) সকালে নিজ বাড়িতে জনতার উদ্দেশে তিনি এসব কথা বলেন।
জায়েদা খাতুন বলেন, ‘ছেলের (সাবেক মেয়র জাহাঙ্গীর আলম) প্রতি অবিচারের প্রতিবাদে আমি নির্বাচনে দাঁড়িয়েছি। সত্যের জয় হয়েছে।’
সন্তোষ প্রকাশ করে জায়েদা বলেন, ‘ক্ষমা চাইতে ছেলেকে নিয়ে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাবো। সবার সঙ্গে এবং আমার ছেলে জাহাঙ্গীরকে নিয়ে সিটির উন্নয়নে কাজ করবো।’
এসময় সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার নেতাকর্মী ও সমর্থককে হয়রানি করা হচ্ছে। ৪৮ ঘণ্টার মধ্যে হয়রানি বন্ধের দাবি জানাচ্ছি। কাউকে তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না। কারণ যাঁরা নগরীর মেয়র বানাতে পারেন, তাঁরা এ সমাজে সবকিছু প্রতিষ্ঠিত করতে পারেন।’
শুক্রবার (২৬ মে) ভোর থেকে জায়েদা খাতুনের ছয়দানা বাড়িতে ফুলেল শুভেচ্ছা জানাতে মানুষ আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ির আঙিনা লোকে লোকারণ্য হয়ে ওঠে।
উৎসুক জনতার উদ্দেশে জাহাঙ্গীর বলেন, ‘আমার মা, আপনাদেরও মা। আমার বাড়িঘর আপনাদের সবার জন্য উন্মুক্ত। যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে আপনারা আসবেন। আমরা কারও সঙ্গে দ্বন্দ্ব চাই না। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। কেউ আঘাত করলে তাঁর পাল্টা দিতে হয় না।’
ঢাকা বিজনেস/এইচ