২৬ জুন ২০২৪, বুধবার



শেখ হাসিনার সঙ্গে কাতারের আমিরের সাক্ষাৎ

ঢাকা বিজনেস ডেস্ক || ২৪ মে, ২০২৩, ০৯:০৫ পিএম
শেখ হাসিনার সঙ্গে কাতারের আমিরের সাক্ষাৎ


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি। কাতারের স্থানীয় সময় বুধবার (২৪ মে)  দোহায় আমিরি দেওয়ানে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

 বৈঠকে জ্বালানি, ব্যবসা, বিনিয়োগ, বাংলাদেশি জনশক্তি ও বাংলাদেশের উন্নয়ন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 

জ্বালানি সম্পর্কে কাতারের আমির বলেন, ‘কাতার থেকে বাংলাদেশে আরও বেশি  জ্বালানি সরবরাহের বিষয়ে নতুন চুক্তি স্বাক্ষরের আলোচনা কয়েক মাস ধরে বিবেচনাধীন রয়েছে। আমি আমির হিসেবে, আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, বন্ধু দেশ হওয়ায়  সব ধরনের সুযোগ-সুবিধা দেবো।’

শেখ হাসিনার নেতৃত্বেও প্রশংসা করে কাতারের আমির বলেন, ‘আমরা একসময় জানতাম, বাংলাদেশ একটি দুর্যোগ ও দারিদ্র্যপীড়িত দেশ। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় এসে বাংলাদেশের খাদ্য ঘাটতি দূর করেছেন।’

এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন,  ‘সরকার গত সাড়ে ১৪ বছরে দারিদ্র্যের হার ৪১ শতাংশ থেকে ১৮ দশমিক ৫ শতাংশে এবং চরম দারিদ্র্যের হার ২৫ শতাংশ থেকে ৫ দশমিক ৬ শতাংশে নামিয়ে এনেছে। দারিদ্র্য একটি অভিশাপ। আমি বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কিছুটা এগিয়েছি। কিন্তু আমার কাজ শেষ হয়নি। আমি আরও কাজ করতে চাই।  আমি একা তা করতে পারবো না। আমি আপনার সাহায্য চাই। আমার আরও বিনিয়োগ দরকার। আমি আমার দেশকে বিনিয়োগের জন্য খুলে দিয়েছি। আপনি পারস্পরিক সুবিধার জন্য বিনিয়োগের ক্ষেত্রে এগিয়ে আসতে পারেন।’ 

শেখ হাসিনা কাতারের আমিরকে এই বছরের মধ্যে সম্ভব হলে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।  সূত্র: বাসস

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন