২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



লন্ডনে শ্রাবন্তী

বিনোদন ডেস্ক || ২১ মে, ২০২৩, ০৬:৩৫ এএম
লন্ডনে শ্রাবন্তী


টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। নিজের কাজ ও ব্যক্তিজীবন নিয়ে বারবরই থাকেন সংবাদ শিরোনামে। বিতর্ক যেন পিছু ছাড়ে না এই নায়িকার। মাসকয়েক ধরেই তার নাম জড়িয়েছে এক টলিউড পরিচালকের সঙ্গে। এবার লল্ডনের রাস্তায় রোমান্স করে আলোচনায় তিনি। তবে বাস্তবের কোনো প্রেম নয়, নতুন সিনেমার প্রয়োজনেই রোমান্টিক শ্রাবন্তীর দেখা মিলল।

সিনেমার শিরোনাম 'বাবুসোনা'। শ্রাবন্তীর বিপরীতে নায়ক জিতু কমল। অংশুমান প্রত্যুষের সিনেমাটিতে অভিনয়ের জন্য তারা এখন লন্ডনে অবস্থান করছেন। সেখানে বসেই একটি রিল ভিডিও প্রকাশ করেছেন জিতু। সেই রিলসে দেখা গেল জিতু রোমান্টিক মেজাজে শ্রাবন্তীর জন্য গাইতে শুরু করেন সুনীল শেঠি ও শিল্পা শেঠির সেই আইকনিক গান– ‘তুম যো কেহদো তো চাঁদ তারো কো…’।

এই গান শুনে শ্রাবন্তী গলে যাবেন সেই ভাবনা একেবারে ভুল। বরং তিনি পাল্টা জিতুর দিকে প্রশ্ন ছুড়ে দিলেন, 'হ্যাঁ যাও, নিয়ে এসো। চাঁদ-তারা নিয়ে এসো।' জিতু আর কী করবেন। চাঁদ-তারা নিয়ে আসা যে অসম্ভব, তা বুঝতে পেরে পিছু হটেছেন। মজার এই রিলসটি বেশ ভাইরাল হয়েছে। ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন জিতু। ক্যাপশনে শ্রাবন্তীকে ট্যাগ করে তিনি লেখেন, ‘কেন আমার সঙ্গে এ রকম করছ? কেন?’ উত্তর দিয়েছেন নায়িকাও, ‘কারণ আমার ভালো লাগছে।’

আসন্ন এই সিনেমার প্রধান চরিত্র বাবু নামের একজন কিডন্যাপার। যে চরিত্রে অভিনয় করছেন অভিনেতা জিতু কমল। সে একটি আইটি কোম্পানি চালায় নিজের কুকীর্তি ধামাচাপা দেওয়ার জন্য। অন্যদিকে শ্রাবন্তী চ্যাটার্জী অভিনীত চরিত্রটির নাম সোনা। সে পেশায় চোর, কিন্তু নিজের পরিচয় দেয় একজন পুলিশ হিসেবে। ছবির গল্প যত এগোতে থাকে এই দুটি মানুষের জীবনে মোড় নিতে থাকে অন্যরকম ক্লাইম্যাক্সের দিকে।

এছাড়া এই সিনেমায় পুলিশ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিদেশি অভিনেত্রী অ্যালেকজান্দ্রিয়া টেলরকে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে পায়েল সরকারকেও।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন