১১ জানুয়ারী ২০২৫, শনিবার



‘প্রতিমাসেই বিদ্যুৎ-জ্বালানির দাম নির্ধারণ হবে’

স্টাফ রিপোর্টার || ১৯ মে, ২০২৩, ০৫:৩৫ পিএম
‘প্রতিমাসেই বিদ্যুৎ-জ্বালানির দাম নির্ধারণ হবে’


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ‌‘আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে এখন থেকে প্রতিমাসেই বিদ্যুৎ ও জ্বালানির দাম সমন্বয় করবে সরকার।’

শুক্রবার (১৯ মে) নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। 

প্রতিমন্ত্রী বলেন, ‘এখন থেকে এনার্জি রেগুলেটরি কমিশন নয়, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম নির্ধারণ করবে সরকার। বিশ্ববাজারে যদি দুই টাকা দাম কমে, আমাদের এখানেও কমবে। ৫ টাকা কমলে এখানেও কমবে। ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। এক মাস পরপর আমরা এটা করবো।’

তিনি বলেন, ‘বিদ্যুৎ-জ্বালানি খাতে বাড়তি ভতুর্কির বোঝা কমাতেই প্রতিবেশী ভারতের মতো জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংক্রান্ত নীতিমালা প্রণয়নও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।’

এসময় বিদ্যুৎ-গ্যাসের হাজারও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা ও হাজার কোটি টাকা বকেয়া পাওনা আদায় বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে হতাশা প্রকাশ করেন নসরুল হামিদ। এ ছাড়া ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনালের ৪০০ এমএমসিএফ গ্যাস কমে গেছে বলেও জানান তিনি।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন