০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার



যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ১২ হাজার টন চিনি কিনবে সরকার

স্টাফ রিপোর্টার || ১৭ মে, ২০২৩, ০১:৩৫ পিএম
যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ১২ হাজার টন চিনি কিনবে সরকার


যুক্তরাষ্ট্র থেকে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কিনতে যাচ্ছে সরকার। বুধবার(১৭ মে) সরকারি ক্রয় কমিটির এক সভায় চিনি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।  মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এই তথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমেরিকা থেকে ৮২ টাকা ৮৫ পয়সা দরে টিসিবির জন্য ৬৬ কোটি ২৭ লাখ ৩১ হাজার ২৫০ টাকায় ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সাঈদ মাহবুব খান আরও বলেন, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এক্সেনচুয়াল টেকনোলজি ইনকরপোরেশন (যুক্তরাষ্ট্রের কোম্পানি) থেকে স্থানীয় এজেন্ট ও এমজি লিমিটেডের মাধ্যমে এ চিনি কেনা হবে।

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন