২৯ সেপ্টেম্বর ২০২৪, রবিবার



পর্দা উঠল ৭৬ তম কান উৎসবের

বিনোদন ডেস্ক || ১৬ মে, ২০২৩, ০৪:২৪ পিএম
পর্দা উঠল ৭৬ তম কান উৎসবের


পর্দা উঠল ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবের।মঙ্গলবার (১৬ মে) ফ্রান্সের কান শহরে জমকালো আয়োজনে মধ্যে পর্দা উঠবে চলচ্চিত্রের এই মহা উৎসবের।  উৎসবের প্রথম দিনেই পর্দায় ফিরছেন জনি ডেপ। তার অভিনীত সিনেমা ‘জন দ্যু ব্যারি’ প্রথমবারের মতো ৭৬ তম কান উৎসবে প্রিমিয়ার হবে। সঙ্গে আজই ফ্রান্সেও সিনেমাটি মুক্তি পাবে। 

কানের মূল প্রতিযোগিতা বিভাগে স্বর্ণপামের জন্য লড়বে ২১টি সিনেমা, যার মধ্যে আছেন স্বর্ণপামজয়ী একাধিক পরিচালক। বেশিরভাগ গণমাধ্যম তাই স্বর্ণপামের এ লড়াইকে বলছেন ‘হেভিওয়েটদের লড়াই’। এদিকে প্রথমবারের মতো রেকর্ড ৭ নারী নির্মাতা জায়গা পেয়েছেন এ তালিকায়।

তবে সব ছাপিয়ে আলোচনায় এখন ভারত। কান উৎসবের বিভিন্ন বিভাগে এবার দেখানো হবে তিনটি ভারতীয় সিনেমা। এছাড়া আনুশকা শার্মা, মানসী চিল্লার ও অদিতি রাও এর মতো প্রথম সারির বলিউড তারকাদের উৎসবে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হয়েছে। এবার অফিশিয়াল সিলেকশনে বাংলাদেশের কোনো সিনেমা না থাকলেও বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে প্রিমিয়ার হবে অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমা ‘মা’।

৭৬তম কান উৎসবের প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন সুইডিশ পরিচালক রুবেন অস্টল্যান্ড। আগামী ২৭ মে উৎসব শেষ হবে পিটার সোহনের ‘এলিমেন্টাল’ সিনেমা দেখিয়ে। সমাপনী দিনে পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামবে এবারের কান উৎসবের।

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন