২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



মোখা: কক্সবাজার বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ২ দিন

কক্সবাজার সংবাদদাতা || ১৩ মে, ২০২৩, ০৬:৩৫ এএম
মোখা: কক্সবাজার বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ২ দিন


কক্সবাজার বিমানবন্দরের কার্যক্রম  শনিবার (১৩ মে) ও রোববার বন্ধ ঘোষণা করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষষ। ঘূর্ণিঝড় মোখার প্রভাবে  দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে  এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তাজা হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

সাগরে সৃষ্ট  ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে শুক্রবার রাতে ৮ নম্বর মহাবিপদসংকেত দেখিয়ে যেতে বলেছে হাওয়া অধিদপ্তর। এই ঘোষণার পরপরই কক্সবাজার বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতির উন্নতির সাপেক্ষে সোমবার থেকে পুনরায় বিমান উড্ডয়ন ও অবতরণসহ সব ধরনের কার্যক্রম শুরু হতে পারে। 

ঢাকা বিজনেস/আনাম/এনই/ 



আরো পড়ুন