ফেনীতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক ইমাম হোসেন (২৫) নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন ও ফায়ার স্টেশনের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ফায়ার স্টেশনের কর্মকর্তা জানান, মাইক্রোবাসটি একজন প্রবাসী বাংলাদেশি ও তার স্বজনদের নিয়ে ঢাকা হজরত শাহজালাল বিমানবন্দর থেকে ফেনীর গোবিন্দ পুর গ্রামে যাচ্ছিল। সকাল সাতটার দিকে মোহাম্মদ আলী বাজারে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে গাছের সঙ্গে মাইক্রোবাসটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক নিয়ত হন। আহত হন ৭ আরোহী।
পূর্ণচন্দ্র মুৎসুদ্দী জানান, ফেনী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাকের হোসেনের নেতৃত্বে ২টি ইউনিট ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পৌঁছে দেয়। নিহত চালকের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রয়েছে।
ঢাকা বিজনেস/এনই