২৮ জুন ২০২৪, শুক্রবার



এক মঞ্চে সাংবাদিক নেতারা

নিজস্ব প্রতিবেদক || ০৮ এপ্রিল, ২০২৩, ১০:০৪ পিএম
এক মঞ্চে সাংবাদিক নেতারা


ইফতারকে কেন্দ্র করে মত পার্থক্য ভুলে এক মঞ্চে মিলিত হলেন দেশের সাংবাদিক নেতারা।

 শনিবার (৮ এপ্রিল) ময়মনসিংহ সাংবাদিক ফোরাম, ঢাকার ইফতারে দেখা যায় শীর্ষ সাংবাদিক নেতাদের। জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় ওই ইফতার মাহফিল। 

ইফতার মাহফিলে মঞ্চে ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক নেতা মোল্লা জালাল, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান, বর্তমান সভাপতি ফরিদা ইয়াসমিন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক শুভাস চন্দ্র বাদল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ। 

মাহফিলে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি ড. উৎপল কুমার সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলী, বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক ও ঢাকা বিজনেস সম্পাদক উদয় হাকিম, দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদক সাজ্জাদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঢাকাস্থ ময়মনসিংহ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সৌরভ জাহাঙ্গীর। 

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন